Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন 81কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলি। রবিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। খবর ইন্ডিয়া টুডের। খবরে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেস পার্টির সুশীল কৈরালা এবং কমিউনিস্ট পার্টির নেতা খাদগা প্রাসাদ শর্মা ওলি দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। রবিবার দেশটির পার্লামেন্টের ৩৩৮ সদস্য কেপি শর্মা ওলির পক্ষে ভোট দেন। সুশীল কৈরালা পান ২৮৭ ভোট। দেশটির পার্লামেন্টে মোট আসন ৫৯৮টি। পার্লামেন্ট সদস্যদের ভোটেই ওলি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এদিকে শনিবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কৈরালা। প্রেসিডেন্ট রাম বরণ যাদবের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন। তিনি ২০১৪ সাল থেকে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গত মাসে দেশটিতে নতুন সংবিধান বিরোধী বিক্ষোভ, প্রতিবেশি ভারতের সাথে সীমান্ত বাণিজ্য পয়েন্ট চুক্তিতে ব্যর্থ হওয়ার কারণে তাকে পদত্যাগ করতে হয়। দীর্ঘ ৭ বছর বিতর্কের পর গত ২০ সেপ্টেম্বর নেপালে নতুন সংবিধান কার্যকর হয়। কিন্তু মাধেসি ও থারু সম্প্রদায় এ সংবিধান মেনে নেয়নি। মাধেসিরা ভারতীয় বংশোদ্ভূত অধিবাসী। তারা নেপালকে ৭টি রাজ্যে ভাগ করার বিরোধীতা করে। গত মাসে পুলিশের সাথে মাধেসিদের সংঘর্ষ হয় যাতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছিল।