খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : বিয়ের পিঁড়িতে বসলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি। এই গায়িকার বরের নাম শাওন রায় যুবরাজ। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। গত ৮ অক্টোবর চৈতি-শাওনের বিয়ে প্রক্রিয়া সম্পন্ন হয়। শিগগিরই বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে চৈতি জানান। তিনি বলেন, ‘সবাইকে অনুষ্ঠানের দাওয়াত দেব। শিগগিরই অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হবে। ডিসেম্বরে মধুচন্দ্রিমায় ভারতে যাচ্ছি। সেখান থেকে ফিরেই বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।’ এর আগে চৈতি-শাওনের বাগদান সম্পন্ন হয় গত ৬ আগস্ট রাজধানীর শান্তিনগরের একটি কমিউনিটি সেন্টারে। চৈতি ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তারকাখ্যাতি পান।