খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : শাকিব-জয়া অভিনীত চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু। সিনেমাটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। গত ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির দৌড়ে থাকলেও তা মুক্তি পায়নি।
সম্প্রতি সিনেমাটির বাকি কাজ শেষে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। তবে সেন্সরে সিনেমাটি প্রদর্শনের তারিখ এখনও ঠিক হয়নি বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে সিনেমার পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘সিনেমাটির শুটিংয়ের কিছু কাজ বাকি থাকায় ঈদে মুক্তি দিতে পারিনি। সকল কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দিয়েছি। ছাড়পত্র পেলেই মুক্তির দিন ঠিক করব।’
ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এ সিনেমাটিতে শাকিব-জয়া ছাড়াও অভিনয় করেছেন- ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, শহীদুল আলম সাচ্চু গুলশান আরা, নূর, সাজ্জাদ হোসাইন, শিশুশিল্পী মাহিসহ অনেকে। এর কাহিনি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।