Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : শাকিরা, কলম্বিয়ান গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী এসব বিশেষনেই তিনি বিশেষায়িত হয়ে থাকেন। সারা পৃথিবী জুড়ে তার ভক্ত অনুরাগীর সংখ্যার কোন হিসেবে নেই। দিনে দিনে তা বেড়েই চলছে। বর্তমানে শাকিরার টুইটারে ফলোয়ারের সংখ্যা ৩৫ মিলিয়ন! বিষয়টি বেশ বিস্ময়কর বটে। আর এ নিয়ে তিনি বেশ উচ্ছাসিত।
শাকিরা এক টুইট বার্তায় লিখেছেন ‘ওয়াও, ৩৫ মিলিয়ন! ধন্যবাদ ভক্তরা! ৩৫ মিলিয়ন! অ্যামেজিং! শাকিরা দুইবার গ্র্যামি পুরস্কার, সাতবার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। বিএমআই-এর তথ্যানুসারে, তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী।
এছাড়া তিনি ব্যবসায়িকভাবে সফল দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান নারী শিল্পী, যাঁর অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রিত হয়েছে। এছাড়াও তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী। যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন। হলিউড ওয়াক অফ ফেইম-এ একজন তারকা হিসেবে শাকিরা পুরস্কৃত হয়েছেন।