খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : আধুনিক বাংলা গানের জনপ্রিয় নাম কুমার বিশ্বজিৎ। কণ্ঠ মাধুর্য্যে পৌঁছে গেছেন শ্রোতাদের হৃদয়ে। সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও তিনি পেয়েছেন আকাশছোঁয়া খ্যাতি। নতুন খবর হল চতুর্থবারের মতো পুরো সিনেমায় সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন তিনি। নাম ‘জেদী’। পরিচালনা করছেন সোহানুর রহমান সোহান। ইতোমধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং হয়ে গেছে। রবিবার কবির বকুলের লেখা গানটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। ‘জেদী’র গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘বরাবরের মতো মেলোডিকেই প্রাধান্য দিচ্ছি। আমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই আবারও পুরো ছবির সঙ্গীত পরিচালনা করছি।’ এই প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, ‘রবিবার এই ছবির একটি গান রেকর্ড হল। কিছু অংশের শুটিং করেছি। শিগগিরই আবারও শুটিং শুরু করব।’ কুমার বিশ্বজিতকে সঙ্গীত পরিচালনায় প্রথম দেখা যায় পিএ কাজল পরিচালিত ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’ চলচ্চিত্রে। এর জন্য তার অর্জনও কম নয়। জিতে নেন শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’য় সঙ্গীত পরিচালনা করেন। প্রসূনের ‘স্বপ্নবেড়ি’ নামের আরেকটি সিনেমায়ও সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। এবার সোহানুর রহমান সোহানের ‘জেদী’র জন্য সেই দায়িত্ব নিলেন ফের। এতে তার গানের ঠোঁট মেলাবেন আরিফিন শুভ ও নবাগতা ইশারা।