Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত 121রোববার রাতে নিজ বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এ অভিনেত্রী। এ কারণে আজ (১২ অক্টোবর) সোনা বন্ধু সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেনি তিনি। এর আগে অসুস্থ শরীর নিয়ে শুটিংয়ে অংশ নিলেও এবার আঘাতটা গুরুতর বলে জানা যায়। যে কারণে বাধ্য হয়েই শুটিং বন্ধ রাখতে হয়েছে নির্মাতাকে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ডি এ তায়েব। দুর্ঘটনার খবর পেয়ে উল্লেখিত দুজন পরীমনিকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বাসার ছাদের সিঁড়িতে কখনও উঠি না। গতকালই উঠলাম। তখন কীভাবে যেন পরে যাই। এ সময় মাথা, কপাল ও ঘারে চোট লাগে। ডাক্তার কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।’ তিনি আরো বলেন, ‘আজ সোনা বন্ধু সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ দুর্ঘটনার কারণে অংশ নিতে পারিনি। এ জন্য খারাপ লাগছে। এ সিনেমার প্রথম লটের শুটিংয়ে অংশে নেয়ার সময়ও আমার প্রচণ্ড জ্বর ছিল। তারপরও জ্বর নিয়েই শুটিং করেছি। এবার শরীরটা এতটাই খারাপ যে শুটিংয়ে অংশ নিতে পারছি না।’ চলতি বছরের ৮ জুন সোমবার থেকে সোনা বন্ধু সিনেমার শুটিং শুরু হয়েছে। সে সময় প্রচণ্ড জ্বর নিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। পরী-তায়েব ছাড়াও এতে আরো অভিনয় করছেন আনোয়ারা, পপিসহ অনেকে। শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। গানে কণ্ঠ দেবেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে।