Sat. Sep 20th, 2025
Advertisements

pirojpurখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, নাজিরপুর, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম এনামুল শেখ (৩২)। সে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আঃ সাত্তার শেখের ছেলে। গতকাল সোমবার সকালে নাজিরপুর থানা পুলিশ এনামুলকে উপজেলার চৌঠাইমহল বাস ষ্ট্যান্ড থেকে গ্রেফতার করেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৪ সালে নাজিরপুর থানা পুলিশ ৪টি আগ্নেয়াস্ত্রসহ এনামুলকে গ্রেফতার করেন। সে ঘটনায় তার বিরুদ্ধে নাজিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। গ্রেফতারের প্রায় এক বছর পর সে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়। চলতি বছরের এপ্রিল মাসে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক ওই মামলায় তাকে ১৭ বছরের সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিক্তিতে নাজিরপুর থানা পুলিশের এ এসআই জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চৌঠাইমহল বাস ষ্ট্যান্ড থেকে গতকাল সোমবার সকালে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। আসামী এনামুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।