Sat. Sep 20th, 2025
Advertisements

barishalখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, বাকেরগঞ্জ, বরিশাল : বাকেরগঞ্জের চাঞ্চল্যকর বৃদ্ধ আব্দুর রশিদ হত্যা মামলার দুই আসামী বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ সেলিম শাহনেওয়াজ গ্রেফতারকৃত এ দু আসামীর সাত দিন করে রিমান্ডের আবেদন জানালে গতকাল উভয় পক্ষের শুনানী শেষে বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সিয়াবুল ইসলাম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এড. গোলাম কিবরিয়া মির্জা এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. আনিস উদ্দিন শহিদ, এড. কাজী মনির উদ্দিন। সুত্রে জানা যায়, ৬ অক্টোবর সোমবার রাত ১২ টায় সিআইডির চৌকস পুলিশ পরিদর্শক মোঃ সেলিম শাহনেওয়াজ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া ইউনিয়নে বাবুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গত ২০১৩ সালের ১৯ অক্টোবর কারাবন্দি বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারসহ তাদের সাঙ্গপাঙ্গরা নলুয়া ইউনিয়নের বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ওই বছরের ২০ অক্টোবর বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৬/২০১৩। পরবর্তীতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য বরিশালে সিআইডির নিকট প্রেরণ করেন। বিশ্বস্ত সুত্র জানায়, চাঞ্চল্যকর বৃদ্ধ আব্দুর রশিদ হত্যা মামলার ১ নং আসামী কারাবন্দি বিপ্লব হাওলাদার র‌্যাবের ক্রসফায়ারে নিহত উপজেলার শীর্ষ সন্ত্রাসী নান্টুর আপন ছোট ভাই। শীর্ষ সন্ত্রাসী নান্টু র‌্যাবের ক্রসফায়ারে নিহত হলে তার অস্ত্র ভান্ডারের দায়িত্ব পায় তার সেকেন্ড ইন কমান্ড আপন ছোট ভাই সন্ত্রাসী বিপ্লব হাওলাদার। কারাবন্দি বিপ্লবকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেই নান্টুর অস্ত্র ভান্ডারের তথ্য পাওয়া যাবে।