Sat. Sep 20th, 2025
Advertisements

bandarbanখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, বান্দরবান : বান্দরবানে ঘন ঘন বিদ্যুৎ বির্পযয়ের কারনে বিপযস্ত হয়ে পড়েছে জন জীবন। দৈনিক গড়ে ৫ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেনা জনসাধারন। ফলে অফিস আদালতের দৈনান্দিন কর্মকান্ডে বাঁধাগ্রস্থ,ছাত্র/ছাত্রীদের পড়ালেখা ব্যাহত সহ নানা অসুবিধায় র্দুবিসহ হয়ে উঠেছে জনজীবন। যার কারনে সোমবার বান্দরবান জেলা আইন শৃঙ্খলা কমিঠির সভায় বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিঠির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক হোসেন,পৌর মেয়র মোঃ জাবেদ রেজা,এনএস আই এর পরিচালক মোঃ শাহজাহান, সেনাবাহিনী ও বিভিন্ন সরকারী প্রতিষ্টানের উধ্বতন কর্মকর্তা, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা,জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক,হোটেল ও গাড়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। সভায় জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, বিদ্যুতের বিপর্যয়ের ফলে জনগনের দুর্ভোগ চরমে উঠেছে। যা জনগনের র্ধয্যের সীমা ছাড়িয়ে গেছে। বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অযোগ্য ও অদক্ষতার কারনে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তারা উপস্থিত বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারন করে বলেন,জনগনের র্ধয্যের বাঁধ ভেঙ্গে গেলে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে যা মোকাবেলায় পুলিশের পক্ষে কঠিন হবে। জেলা প্রশাসক বলেন,দেশী-বিদেশী পর্যটকদের সকল ধরনের নিরাপত্তা প্রদানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে। রুমা ও থানছিতে যে সকল গাইড কাজ করছে সংশ্লিষ্ট থানা ও নির্বাহী কর্মকর্তার কাছে তাদের ছবিসহ বায়োডাটা জমা দিতে হবে। কোন পর্যটক গাইড ছাড়া দুর্গম পাহাড়ী এলাকায় যেতে পারবেনা। যদি কোন পর্যটক বিপদগ্রস্থ হয় তাহলে তার দায়-দায়ীত্ব ঐ গাইডকে নিতে হবে। সভায় পৌর এলাকার রাস্তা সংস্কার ও নালা পরিস্কার করার জন্য পৌর মেয়রের দৃষ্টি আর্কষন করা হয়। এছাড়াও বান্দরবান-কেরানীহাট সড়ক সহ যে সব রাস্তা ব্রীজ ও কালভার্ট নষ্ট হয়ে গেছে তা দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন।