খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: যথেষ্ট উলঙ্গ ছবি ছেপেছে প্লেবয়। শুরুটা হয়েছিল বিখ্যাত চল”িচত্র তারকা মেরিলিন মনরোকে দিয়ে। এরপর একের পর এক চল”িচত্র তারকাদের নগ্ন ছবি ছাপিয়ে সুখ্যাতি ও কুখ্যাতি দুই কুড়িয়েছে প্লেবয়। আর সেই প্লেবয় কি না ৬২ বছর পর উপলব্দি করছে নগ্ন ছবি ছাপলে তরুণ তরুণী প্রলুব্ধ হয় এবং সামাজিকভাবে তা ক্ষতিই বয়ে আনে। তাই ২০১৬ সালের মার্চ মাস থেকে প্লেবয় আর কোনো চল”িচত্র তারকা বা মডেলের উলঙ্গ ছবি না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাতকারে ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক কনি জন বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৫৩ সালে প্লেবয়ের যাত্রা শুরু। নগ্ন ছবিই এ সাময়িকীটিকে জনপ্রিয় করে তোলে। পুরুষদের কাছেই এর কাটতি বেশি ছিল নারীদের নগ্ন ছবি ছাপার কারণে। কিন্তু এখন ১২ বছরের শিশুরাও প্লেবয় নিয়ে সময় কাটাচ্ছে, বিপথগামী হচ্ছে এমন উপলব্ধিই নগ্ন ছবি ছাপা থেকে বিরত থাকতে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ বিনোদন সাময়িকীটি প্রকাশের উদ্যোগ নেন হুগ হেফনার। প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদকের সঙ্গে তিনিও এখন সম্মত হয়েছেন বিবস্ত্র ছবি না ছাপতে। ১৯৫৩ সালে ১৮-৮০ বছরের যে কেউ এখানে মডেল হতে পারত। প্রতিষ্ঠাকালে মেরিলিন মনরো, ডলি পার্টন, গলডি হাউন ও ম্যাডোনা থেকে শুরু করে নামকরা সব চল”িচত্র তারকা ও মডেলরা প্লেবয়ে নগ্ন পোজ দেয়ার জন্যে উম্মুখ হয়ে থাকতেন। কিন্তু হালে প্লেবয় লাভের মুখ দেখছে না। ইন্টারনেটে নগ্ন ছবির সহজলভ্যতা এর অন্যতম কারণ বলেও মনে করছেন অনেকে। তবে বিশ্বের অন্যন্য দেশে প্লেবয় প্রকাশ হচ্ছে এবং তা লাভজনক বলে জানান, সাময়িকীটির প্রধান নির্বাহী। মিরর ও গার্ডিয়ান