Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কে চুমু খাবেন এমরানকেখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: বলিউডের ‘সিরিয়াল 132কিসার’ এমরান হাশমির সিনেমা মানেই চুমুর দৃশ্য। তার আগামী সিনেমায় দেখা যাবে টালিগঞ্জের পায়েল সরকার ও ঢাকাই সিনেমার নুসরাত ফারিয়াকে। প্রশ্ন উঠেছে, কাকে চুমু খাবেন এমরান? কলকাতার পরিচালক বিষ্ণু দত্ত পরিচালিত হিন্দি সিনেমা ‘গাওয়াহ: দ্য উইটনেস’-এ এমরানের সঙ্গে অভিনয় করবেন পায়েল। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নুসরাত ফারিয়াও। তবে পায়েল জানালেন, চুমুর দৃশ্যের ব্যাপারে এখনও কিছু জানেন না তিনি। “আমি এখনও জানি না ঐ ধরনের কোনো দৃশ্য সিনেমায় থাকবে কি না। তাই এখনই ব্যাপারটি নিয়ে জল্পনাকল্পনা শুরু করার কোনো মানে হয়না। দেখা যাক কি হয়।” সিনেমাটিতে অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পায়েল। খুব শিগগিরই ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমা ‘গুড্ডু কি গান’ – এ দেখা যাবে পায়েলকে। আর নুসরাত ফারিয়ার প্রথম বলিউড অভিযান হতে যাচ্ছে এটি।