Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : প্রেমে ব্যর্থ হয়ে তরুণীর আত্মহত্যা, প্রেমের ফাঁদে পড়ে তরুণীর আত্মহত্যা, মিথ্যে প্রেমের ধোকায় পড়ে প্রাণ দিল এক তরুণী, এগুলো বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম।
ভালোবেসে কাঠগড়াতে দাঁড়িয়েছে এক যুবক। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বিচারককে বলেন- ‘ভালোবাসা তো হার্ট অ্যাটাকের মতোন স্যার, বাহির থেকে বুঝা যায় না, এই হৃদয়ে কতটা রক্ত ঝড়ে। আমি দেখতে সুন্দর নই, আমার অনেক টাকা নেই এটা কি আমার দোষ?’
তবে এটি কোনো বাস্তব জীবনের ঘটনা নয়। অনন্য মামুন পরিচালিত ভালোবাসার গল্প সিনেমার ট্রেইলারে এমনটাই দেখা যায়। ৩ মিনিট ৪৯ সেকেন্ডর এ ট্রেইলারটি ১২ অক্টোবর ইউটিউবে প্রকাশ করা হয়। সিনেমাটি ২৩ অক্টোবর সারা দেশে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
এসএস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন-নবাগত মুনিয়া আফরিন সাদিয়া, আরজু কায়েস-তানিয়া রহমান।
বাস্তব জীবনের প্রেম কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের শুরুর দিকে। সাভারে চলচ্চিত্রাভিনেতা ডিপজলের বাড়ি, বিএফডিসিসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমার চিত্রনাট্যও লিখেছেন অনন্য মামুন।