Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : বিদ্যা সিনহা মীম। লাক্স চ্যানেল আই খ্যাত দেশের জনপ্রিয় অভিনেত্রী। দেশের নাটক-টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি খুব বেশি নিয়মিত না হলেও কাজ করেছেন বেশকিছু চলচ্চিত্রে। আর তিনি তার অভিনয় প্রতিভার ওপর ভর করে কাজ করেছেন বেশ কয়েকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রেও। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক’ শিরোনামের চলচ্চিত্রটি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে কালীপূজায় মুক্তি পাওয়ার কথা চলছে মীম অভিনীত নতুন এই চলচ্চিত্রটি। নতুন এই চলচ্চিত্রটিতে মীমের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহম।
এ বিষয়ে মীম জানান, ‘অভিনয়ের ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করে। আর যৌথ প্রযোজনায় আমার ‘ব্ল্যাক’ শিরোনামের পরবর্তী চলচ্চিত্রটি মুক্তি পাবে আসন্ন কালীপূজায়। এই চলচ্চিত্রটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সোহম। সেক্ষেত্রে আমার মনে হয় সোহম খুবই ভালো একজন অভিনেতা। আমার নতুন এই চলচ্চিত্রটিতে দর্শকরা আমাকে একটি ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। চলচ্চিত্রটি একটি ভিন্ন প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। আর আমি এই চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী।