খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : নদী চায় চলতে তারা চায় জ্বলতে, ওই ঝিনুক ফোটা সাগরবেলায় আমার ইচ্ছে করে, কবিতা পড়ার প্রহর, সময় যেন কাটে না, একবার যদি কেউ ভালোবাসত—এসব গান বাংলাদেশের মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছে। আর এ সব গানের শিল্পী হলেন সামিনা চৌধুরী। বাংলাদশের সংগীত জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। নাম শুনলেই শ্রোতাদের মনের ভেতর বেজে ওঠে কিছু অসম্ভব সুন্দর কথা ও সুরের কালজয়ী গান। বিপুল জনপ্রিয়তা পাওয়া জন্ম থেকে জ্বলছি মাগো গানটি গেয়ে ১৯৮১ সালে সংগীত জগতে পা রাখেন সামিনা চৌধুরী। মূলত শুরুর এই গান দিয়েই শ্রোতাদের হৃদয়-মন জয় করে নিয়েছিলেন তিনি। শিরায় শিরায় তার বাবা, বাংলা গানের প্রবাদ পুরুষ মাহমুদুন্নবীর রক্ত প্রবহমান। দেশে ও দেশের বাইরে রয়েছে সামিনা চৌধুরীর অসংখ্য ভক্ত ও শ্রোতা। যার কারণেই ভক্তদের আবদার রাখতে ও তাদের গান শোনাতে মাঝে মাঝেই বিদেশ বিভূঁইয়ে থাকতে হয় তাকে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ নভেম্বর সিডনিতে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী সামিনা চৌধুরী। সিডনির বাংলাদেশ আইডল আয়োজন করেছে এই অনুষ্ঠানের। তারা মূল আয়োজক। সহযোগী হিসেবে রয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। সিডনির ম্যাককুয়ারি ফিল্ডের জেমস মিহান স্কুল অডিটোরিয়ামে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। জানা গেছে সামিনা চৌধুরী ১৩ নভেম্বর সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ আইডলের সঙ্গে তার চূড়ান্ত কথা হয়েছে। তার সঙ্গে চারজন যন্ত্র শিল্পীও আসছেন।