Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা এবার 128অংশ নিতে যাচ্ছেন প্যারিসের একটি নাচের অনুষ্ঠানে। খবর এনডিটিভি। খবরে বলা হয়, ২৮ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে বল ডান্স। এই অনুষ্ঠানে বিশ্বের ২৫ তরুণী অংশ নেবেন। আর তাদের মধ্যে থাকছেন বচ্চন নাতনি। নভ্যা নভেলি বিগ বি- এর কন্যা শ্বেতা ও তার স্বামী নিখিল নন্দার মেয়ে। বল ডান্স নিয়ে খুবই এক্সাইটেড নভ্যা। নিয়ম করে প্রতিদিন নাচ প্র্যাকটিস করছেন। নভ্যা বলেছেন, ‘ এই প্রথমবার আমি এমন কিছু করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে’। এদিকে শুধু নাচ নিয়ে নয়, নিজের লুক নিয়েও খানিকটা চিন্তিত তিনি। কি পরবে, কি পরবে না তা নিয়ে ভাবনার শেষ নেই তার। তবে এই সবের বাইরে জুতা পরা নিয়ে ভয়ে আছে নভ্যার। কারণ বল ডান্সে যে হাই হিল পড়তে হয়। আর বেসামাল হয়ে যদি পা ফসকে পড়ে যান। তাইতো বেডরুমেও হিল পরে হাটছেন তিনি। সব মিলিয়ে তিনি এক্সাইটেড আবার কিছুটা নার্ভাস।

অন্যরকম