Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : শামিম আহমেদ রনির অভিষেক সিনেমা ‘মেন্টাল’ 15পোস্ট প্রোডাকশন থেকেই খবরের শিরোনাম হয়ে আসছে। হাই ভোল্টেজ এ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন নুসরাত ইমরোজ তিশা ও আঁচল। আরও আছেন সঙ্গীতশিল্পী পড়শী। আইটেম গানে নেচেছেন মৌসুমী হামিদ। বছরের প্রথম থেকেই বেশ কয়েকবার শাকিব-পড়শীর সম্ভাব্য শুটিং শিডিউল প্রকাশ হয়। কিন্তু কিছুতেই ব্যাটে-বলে মিলছিল না। বার বার পিছিয়ে যাচ্ছিল তারিখ। প্রথমদিকে শোনা গিয়েছিল ফেব্র“য়ারিতে কক্সবাজারে দুই ভুবনের দুই তারকা শুটিংয়ে অংশ নেবেন। তা আর হল কই! এবার কয়েক মাস গড়িয়ে মুখোমুখি হলেন শাকিব ও পড়শী। তাও আবার দেশের মাটিতে নয়, থাইল্যান্ডে। সেখানে ‘মেন্টাল’র চারটি গানের টানা দৃশ্যায়ন হচ্ছে। এর মধ্যে দু’টিতে শাকিবের সঙ্গে আছেন তিশা, আরও একটি করে গানে আছেন আঁচল ও পড়শী। রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ থেকে উঠে আসা পড়শী শুটিংয়ের জন্য ৯ অক্টোবর ব্যাংককে যান। শুটিংয়ের পাশাপাশি বেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। তেমন কিছু ছবিও পোস্ট করেছেন ফেসবুকে। দেশ ছাড়ার আগে জনপ্রিয় এ কণ্ঠশিল্পী দ্য রিপোর্টকে বলেন, ‘টান টান উত্তেজনায় আছি। শুটিং শেষ না করা পর্যন্ত এই উত্তেজনা কমবে বলে মনে হয় না। এর আগে মিউজিক ভিডিওর মডেল হয়েছি, ক্যামেরার সামনে নাচ করেছি। কিন্তু সিনেমায় অভিনয় তো আলাদা বিষয়। সেটা নিয়ে এক ধরনের এক্সাইটমেন্ট তো আছেই।’ সে সময় পরিচালক রনি বলেন, “থাইল্যান্ডে পড়শী একটি গানের দৃশ্যধারণে অংশ নেবেন। ‘মন নাজেহাল’ নামের এই গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ভারতের শান ও পড়শী। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন হবে। এতে কোরিওগ্রাফার হিসেবে থাকছেন কলকাতার শিবরাম শর্মা।” সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশে ফিরবেন এ তারকা শিল্পী।