খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : চলচ্চিত্রের মাধ্যমে কলকাতায় অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। কালীপূজা উপলক্ষে আগামী মাসে মুক্তি পাবে দুই বাংলায় মিম অভিনীত ছবি ‘ব্ল্যাক’। এতে মিমের বিপরীতে আছেন টালিগঞ্জের সোহম চক্রবর্তী। কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় প্রথমবারের মতো জুটি হয়েছেন তারা। এরই মধ্যে এ ছবির শুটিং শেষ হয়েছে। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে। মিম বলেন, ‘বাংলাদেশের দর্শকের ভালোবাসা পেয়েছি, এবার পশ্চিমবঙ্গের দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে চাই। সে কারণে বাংলাদেশের মতো টলিউডের ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছি। কলকাতার দর্শকের মন জয় করতে পারব কিনা তা নিয়ে কিছুটা ভয়ে আছি। তারপরও ভিন্নধর্মী গল্পের ছবি বলেই এর সাফল্য নিয়ে আমি আশাবাদী।’ আগামী ৬ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে ‘ব্ল্যাক’। পরের সপ্তাহে এটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।