Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : মুক্তির আগেই সাড়া ফেলে 54দিয়েছে ‘রাজকাহিনী’। সেই সঙ্গে আলোচনায় চলে এসেছেন এই সিনেমার ১১ নারী চরিত্র। এই এগারো নায়িকার একজন ঋদ্ধিমা ঘোষ। অন্য নায়িকারা যেখানে দৈহিক গড়ন আকর্ষণীয় রাখতে বেছে বেছে খান, এই নায়িকার সেখানে ভাত ছাড়া চলেই না। পশ্চিবঙ্গের দৈনিক আজকালে তিনি লিখেছেন ‘আমি খুব খেতে ভালবাসি’। খাওয়া মানে সব কিছু খাওয়া। বেছে বেছে নয়। আসলে ডায়েট জিনিসটায় আমার মোটেও বিশ্বাস নেই। আমি মনে করি, খাবার কতোটা খাব সে ব্যাপারটায় যদি সচেতনতা থাকে, তা হলেই যথেষ্ট। খাওয়ার একটা পরিমাণ থাকা খুব দরকার। ‘অনেকেই দেখি বলেন, না বাবা, আমি কার্বোহাইড্রেট খাই না, কেউ বলেন ফ্যাট জাতীয় খাবার খাই না, কেউ বলেন প্রোটিন খাই নাৃ।’ এ সবের খুব একটা দরকার আছে বলে আমার অন্তত মনে হয় না। আমি তো ভাত আর রুটি ছাড়া এক দিনও চলতে পারি না। ভাত না খেলে মনে হয় সারা দিন বোধহয় কিছুই খাওয়া হয়নি। ঋদ্ধিমা আরও লেখেন, রোগা হওয়ার কোনো ইচ্ছা নেই তার। তবে সুস্থ থাকতে চান আর তাই বাড়িতেই সেরে নেন খালি হাতে শরীর চর্চার কাজটি। স্টার জলসার ‘বউ কথা কউ’ ধারাবাহিকের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন ঋদ্ধিমা। এরপর অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। ‘রাজকাহিনী’ সিনেমায় ফাতিমা চরিত্রে দেখা যাবে তাকে।