খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : ভক্সওয়াগন কেলেঙ্কারি নিয়ে লেখা হচ্ছে— এমন একটি বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিকাপ্রিও। সিনেমাটি প্রযোজনা করবে ডিকাপ্রিও’র কিনে নেওয়া প্রতিষ্ঠান এপিয়ান ওয়ে ও প্যারামাউন্ট পিকচার্স। তবে সিনেমাটিতে তিনি অভিনয় করবেন কি-না জানা যায়নি। বইটি লিখছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জ্যাক ইউইং। সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি নিয়ন্ত্রক সংস্থা জানায়, ভক্সওয়াগনের ইঞ্জিনে কী পরিমাণ ডিজেল নিঃসরণ হয়— সে তথ্য ভুলভাবে দিচ্ছে জার্মানভিত্তিক গাড়ি কোম্পানিটি। এর জন্য তারা কয়েক বছর ধরে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে আসছে। ভক্সওয়াগন চলতি বছরের প্রথম অর্ধেকে সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৭ বছর ধরে কোম্পানিটি বলে আসেছে তাদের ইঞ্জিনে সবচেয়ে কম ডিজেল নিঃসরণ হয়। ভুল তথ্য দেওয়ার জন্য ইউএস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি প্রতিষ্ঠানটিকে ১৮০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা করতে পারে। এর আগে ডিকাপ্রিও প্রযোজনা করেছেন ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘রানার রানার’ ও ‘আউট অব দ্য ফুর্নেস’র মতো হিট সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে আলেকজান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ‘দ্য রেভেন্যান্ট’।