খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ : আগামী ১৬ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবি ‘আজব প্রেম’। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আঁচল আঁখি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি। ছবিটি মুক্তির আগে এর একটি গান নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ‘আজ দু’চোখে পড়েছে এ মন’ শিরোনামে রোমান্টিক একটি গানে আঁচলকে বেশ আবেদনময়ী ও খোলামেলাভাবে উপস্থাপনা করা হয়েছে। গানটিতে তার সাথে পারফর্ম করেছেন চিত্রনায়ক বাপ্পি। এমন খোলামেলাভাবে আঁচলকে আগে কখনো দেখা যায়নি। অন্য একটি ছবির শুটিং এ দেশের বাইরে থাকায় আঁচলের কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি। ত বে আঁচলের এই খোলামেলা গান নিয়ে সিনেমাপ্রেমীরা পরিচালককেই দুষলেন। তাদের মন্তব্য আঁচল তো নিজের ইচ্ছায় এমন খোলামেলাভাবে নিজেকে দেখাননি। পরিচালক করিয়েছেন তাইতো এমন আপত্তিকর গানে পারফর্ম করেছেন। কোন নায়িকাই কি নিজেকে খোলামেলাভাবে দেখাতে চাননা। এতে অল্পতেই দর্শকদের মাঝে তাদের ইমেজ কমে যাওয়ার সংকট থাকে।