খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: স্পাই থ্রিলার সেইসঙ্গে জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বন্ড সিরিজের নতুন চল”িচত্র স্পেকটার। আর এর কেন্দ্রীয় চরিত্র বন্ডের ভূমিকায় চতুর্থবারের মতো আবির্ভূত হতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। স্পেকটার জেমস বন্ড সিরিজের চল”িচত্র। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে আগামী মাসে মুক্তি পেতে যাওয়া জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি স্পেকটার। স্পেকটার শব্দের অর্থ অশরীরী হলেও জেমস বন্ড সিরিজের এবারের ছবিটি কোন ভূতের ছবি নয়। ছবিটিতে স্পেকটার হচ্ছে একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষেপিত রূপ যার পুরো নাম স্পেশাল এক্সিকিউটিভ ফর কাউন্টার ইন্টেলিজেন্স, রিভেঞ্জ এন্ড এক্সটেনশন – যাদের কাজই হল গোয়েন্দাগিরি, সন্ত্রাস, প্রতিশোধ আর চাঁদাবাজি। নানা বাধা আর বিপত্তি অতিক্রম করে কিভাবে এই অপরাধী চক্রের মুখোশ উন্মোচন করেন জেমস বন্ড, তাই দেখা যাবে এবারের ছবিতে। জেমস বন্ডের প্রতিটি ছবিতেই বন্ড গার্ল বা জেমস বন্ডের বান্ধবী কে হতে যাচ্ছেন- তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের কমতি থাকেনা। আর এবারের ছবিতে দুই বন্ড গার্ল হিসেবে দেখা যাবে জনপ্রিয় ইতালিয়ান অভিনেত্রী মোনিকা বেলু”িচ আর ফরাসি সেডুক্স। এছাড়াও, স্যাম মেনডেস পরিচালিত স্পেকটার ছবিতে আরও অভিনয় করেছেন খ্রিস্টোফার ওয়াল্টজ, রাল্ফ ফিয়েনেসসহ আরও অনেকে। কলাম্বিয়া পিকচার্স এবং মেট্রো গোল্ডউইন মেয়ার এর যৌথ প্রযোজনায় জেমস বন্ড সিরিজের অন্যতম ব্যয়বহুল এই ছবিটি নির্মাণে খরচ হয়েছে রেকর্ড প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। আর বিশ্বব্যাপী দর্শকদের জন্য ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর।