Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: গত বুধবার তার টিভি শো ‘ডার্টি, সেক্সি ফানি উইথ 8জেনি ম্যাকার্থি’ সম্প্রচারের সময় প্লেবয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধীতা করেন জেনি। এ তারকা জানান ‘প্লেবয়’ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তিনি হতাশ। পাশাপাশি জানান, প্রচ্ছদে নগ্ন ছবি প্রকাশ বন্ধ হওয়ার আগে আবারো ম্যাগাজিনটির প্রচ্ছদে নগ্ন হতে চান তিনি। সিদ্ধান্ত ছিল, আগামী বছর থেকে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে আর নগ্ন ছবি ছাপা হবে না। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছেন ম্যাগাজিনটির প্রকাশনা প্রতিষ্ঠান। এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও বিষয়টি মানতে পারছেন না মডেল-অভিনেত্রী জেনি ম্যাকার্থি। এ তারকা বলেন, এ সিদ্ধান্তে আমার দ্বিমত আছে। প্লেবয় আমার কাছে একটি ক্ল্যাসিক ম্যাগাজিন। এটির আর্টিকেলগুলো জন্যই অনেক মানুষ ম্যাগাজিনটি পড়ে।’ সাবেক ‘দ্য ভিউ’ তারকা জেনি ম্যাকার্থি যখন পোল্যান্ডের একটি দোকানে কাজ করতেন তখন প্রথম প্লে-বয় ম্যাগাজিনে পোজ দিয়েছিলেন। জেনি ম্যাকার্থি জানান, ম্যাগাজিনের ফটোশুটকে তিনি কখনো লজ্জাজনক বা অমার্জিত মনে করেননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্নতাকে পরিমার্জিতভাবে ফুটিয়ে তোলার ব্যাপারটি আর থাকছে না। আমি খুবই কষ্ট পাচ্ছি যে এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে। আমি আরেকবার ম্যাগাজিনটির জন্যে আমার পোশাক খুলতে চাই। আসলে আমি এটির শেষ নগ্ন নারীটি হতে চাই।