খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: ইতোমধ্যে সবাই জেনে গেছেন ‘হেইট স্টোরি থ্রি’ সিনেমায় বেশ বোল্ড অবতারে আসছেন ডেইজি শাহ। শুক্রবার প্রকাশিত ট্রেলারে অন্তরঙ্গ দৃশ্যে তাকে দেখা অনেকেই চমকে গেছেন। এ প্রসঙ্গে ডেইজি জানান, সালমান খানের পরামর্শ নিয়েই এমন চরিত্রে অভিনয় করলেন। সালমানের বিপরীতে ‘জয় হো’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় ডেইজির। সিনেমাটি ততটা সাড়া তুলতে পারেনি। এর পর তাকে বি টাউনে তেমন একটা দেখা যায়নি। ‘হেইট স্টোরি থ্রি’তে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, “আমি পেছনের সারিতেই বসে ছিলাম। কিন্তু এ সিনেমার দিকে ঠেলে দিয়েছেন সালমান। তিনি বললেন, ‘জয় হো’র চেয়ে সম্পূর্ণ আলাদা ধরনের সিনেমায় অভিনয় করা উচিত।” ট্রেলার উম্মোচন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সারমান যোশি, করণ সিং গ্রোভর ও জেরিন খান। ৩১ বছর বয়সী ডেইজি আরও জানান, পছন্দ হিসেবে ইরোটিক থ্রিলার যে নিরাপদ নয়— এ বিষয়ে তিনি সচেতন। একজন অভিনেতা যে কোনো ধরনের চরিত্র বেছে নিতে পারে। কিন্তু অভিনেত্রীর ক্ষেত্রে সব সময় এটা হয় না। অন্যদিকে সালমানের বিপরীতে ‘বীর’ সিনেমায় বলিউডে অভিষেক হয় জেরিনের। তাদের দ্বিতীয়বার দেখা গেছে ‘রেডি’ সিনেমার একটি আইটেম গানে। তবে জেরিন মনে করেন, সালমান নিশ্চয় এতদিন তাকে মনে রাখেননি। বিক্রম ভাট ও মাধুরী ব্যানার্জীর গল্পে ‘হেইট স্টোরি থ্রি’ পরিচালনা করেছেন বিশাল পান্ডিয়া। মুক্তি পাবে ৪ ডিসেম্বর।