খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: ‘অনুরাগ নইলে কি সাধন হয়’ এমন অমিয় বাণী নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বাউল সম্রাট লালন শাহের ১২৫ তম তিরোধান দিবস। শুক্রবার রাত সাড়ে ৮টায় ৫ দিনব্যাপী লালন মেলা ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ। উদ্ধোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার, স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক। লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন প্রমুখ।