Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: মুসলিম বলেই আমাকে টার্গেট করা হচ্ছে। এবারে 60এমনটাই বিস্ফোরক অভিযোগ তুললেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে তাঁর এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ পেয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মহম্মদ কাসুরির বই প্রকাশকে ঘিরে এ বিতর্কের জন্ম নিয়েছে। ভারতের একটি সংবাদমাধ্যমের কাছে নাসিরুদ্দিন শাহ জানান, ‘আমি এর আগে নিজের পরিচয়ের জন্য কখনই সচেতন হইনি। আমি হিন্দু না মুসলিম, না খ্রিস্টান তা নিয়ে ভাবার প্রয়োজন পড়েনি। কিন্ত সম্প্রতি দেখলাম, ওই বই প্রকাশ অনুষ্ঠান ঘিরে অনেকেই বিভিন্ন মত প্রকাশ করেছেন। কিন্ত সেই সব মতের ঊর্ধ্বে উঠে আমার বক্তব্যই বেশি প্রচার পেয়ে যাচ্ছে। যেটা আমার ধারণা, একমাত্র আমি মুসলিম বলেই আমার ক্ষেত্রে সেটা ঘটছে।’ কাসুরির ওই বই প্রকাশ অনুষ্ঠানে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, ‘আমি যখন পাকিস্তানে যাই, তখন সেখানে অনেক ভালোবাসা এবং সম্মান পাই।’ নাসিরুদ্দিন শাহর এই বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার পেতেই বিভিন্ন মন্তব্য করা হচ্ছে তাঁকে উদ্দেশ করে। বলিউডের ৬৬ বছর বয়সী এই অভিনেতা জানান, তিনি একজন ভারতীয় হিসেবে বরাবরই গর্ববোধ করেন। তাঁর দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলবে, তা তিনি কোনো দিনই ভাবেননি। অথচ তাঁকে নিয়েই নানা সমালোচনা করা হচ্ছে আজ। আর এটি হচ্ছে তিনি মুসলিম বলেই, এমনটাই দাবি বলিউডের এই শক্তিমান অভিনেতার। অন্যদিকে, নাসিরুদ্দিন শাহ নিজে পদ্মভূষণ, সঙ্গীত-নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন একাধিকবার। সম্প্রতি দাদরি কাণ্ড প্রসঙ্গে ভারতের বহু লেখক-সাহিত্যিকের সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার যে ধারা চলছে তাতে তিনি সমর্থন দেবেন কি না- সেই প্রসঙ্গে বলেন, ‘এসব পুরস্কারের কোনো মূল্যই আমার কাছে নেই। সুতরাং তা ফিরিয়ে দেওয়ার প্রশ্নও উঠছে না।’ পাশাপাশি তিনি লেখক ও সাহিত্যিকদের সাহিত্য একাডেমি পুরস্কার না ফিরিয়ে দিয়ে ভারতের কোথায় কী ঘটছে তার বিরুদ্ধে কলম ধরার কথা বলেন।