Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : নতুনদের বিপরীতে নিরব বরাবরই সরব। উল্টোপিঠে 61অনেকেই বলেন, তার হাত ধরে চলচ্চিত্রে পা রাখতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন নতুন নায়িকারা। অন্তত সেটারই প্রমাণ মিলছে কবছর ধরে। উজ্জ্বল উদাহরণ হিসেবে চলে আসে অমৃতা খান আর তানহার নাম। নিরবের বিপরীতে অমৃতার অভিষেক ঘটে ‘গেইম’ দিয়ে। অন্যদিকে তানহা’র অভিষেক ঘটতে যাচ্ছে ‘ভোলা তো যায়না তারে’ ছবির মাধ্যমে। নতুন খবর হলো, নিরবের হাত ধরে চলচ্চিত্রে আরও এক নতুন নায়িকার অভিষেক ঘটতে যাচ্ছে শীঘ্রই। নাম পি জে হেলেন। এরমধ্যে হেলেন মিউজিক ভিডিওসহ বেশ কয়েকটি নাটক-বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। তবে স্পট লাইটের নিচে এখনও আসা হয়নি তার। তাইতো সেই কাঙ্খিত আলোর সন্ধানে নিরবের নায়িকা হয়ে রুপালী পর্দায় আসছেন হেলেন। নিরব জানান, প্রায় তিন মাস আগে পরিচয় তার সঙ্গে। তখন পরিচালক আলী আজাদের একটি চলচ্চিত্রে কাজ করার জন্য নিরবের বিপরীতে নতুন নায়িকা খুঁজছিলেন। নিরবের উদ্যোগে-আগ্রহে পরিচালকের সঙ্গে সিটিং-মিটিং হলো। তিনি পছন্দ করলেন। ব্যস হয়ে গেল। রবিবার সেই ঘোষণাটাই এল নিরবের পক্ষ থেকে। জানালেন, নতুন ছবি ‘দেশ আমাদের’-এ জুটি হয়ে আসছেন হেলেনকে নিয়ে। আলী আজাদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ১ নভেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। নিরব বলেন, ‘দেশ আমাদের- একটি রোমান্টিক দেশপ্রেমের গল্প। আলী আজাদ ভাই অনেক সিনিয়র একজন নির্মাতা। কিন্তু তার গল্প ভাবনা বেশ যুগোপযোগী। আর নতুন হিসেবে আমার মনে হয়েছে হেলেন অনেক ভালো করবে, তারমাঝে সেই সম্ভাবনা আমি দেখেছি।’ এদিকে নিরবের হাতে হাত রেখে ছবিতে অভিষেক হতে যাওয়া হেলেন বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ নিরব ভাইয়ার কাছে। কারণ তিনিই আমাকে চলচ্চিত্রে কাজ করার সুযাগ করে দিয়েছেন। আলী আজাদ স্যারের প্রতিও অনেক কৃতজ্ঞতা।