খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আর্থ ২০১৬’ এর মুকুট জেতা হলো না বাংলাদেশী বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তির। ১৮ অক্টোবর জ্যামাইকার গ্র্যান্ড পেলাডিয়াম রিসোর্টে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি পুরস্কার জিতেছেন বাংলাদেশের মেয়ে প্রিয়তি। কিন্তু সেরার মুকুটটি পরতে পারলেন না তিনি। ‘মিস আর্থ ২০১৬’ প্রতিযোগিতায় মিস কমপ্যাশনেট, সেরা গাউন ও সেরা ফিটনেস বিভাগের পুরস্কার পেয়েছেন ২০১৪ সালের মিস আয়ারল্যান্ড প্রিয়তি। ১৩ অক্টোবর এ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় ১৮ অক্টোবর। এতে আয়ারল্যান্ডের প্রতিনিধি হিসেবে অংশ নেন প্রিয়তি। সবাইকে পেছনে ফেলে সেরা পাঁচে জায়গা করে নেন বাংলাদেশী বংশদ্ভূত এ আয়ারল্যান্ড সুন্দরী। প্রিয়তির জন্ম ঢাকার ফার্মগেটে। পড়াশুনার জন্য ১৫ বছর আগে আয়ারল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানে পড়াশুনার পাশাপাশি মডেলিং শুরু করেন। ২০১৪ সালে নির্বাচিত হন ‘মিস আয়ারল্যান্ড’। পেশায় তিনি বিমান চালনার সঙ্গে যুক্ত। এ ছাড়া আয়ারল্যান্ডের একটি সিনেমাতেও অভিনয় করেছেন প্রিয়তি।