খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে নবাগত ফাল্গুনী জলির। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সিনেমাটি। রোমান্টিক এ্যাকশনধর্মী এ সিনেমায় জলির সহশিল্পী হিসেবে থাকছেন কলকাতার নায়ক ওম। এ ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, বলিউডের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘টানা শুটিং শেষ করেছি। নির্ধারিত সময়ের দু’দিন আগেই আমাদের কাজ শেষ হয়েছে। এটা সম্ভব হয়েছে কেবল ইউনিটের সবার উদারতা আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই। আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়।’ জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) আলিমুল্লাহ খোকন বলেন, ‘সিনেমাটির দৃশ্যধারণ ভালভাবেই শেষ হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।