Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : দেশের হয়ে ক্রিকেটের সব ধরণের ফরম্যাটে ব্যাট ও 69বল হাতে ধারাবাহিতা বজায় রাখার জন্য আবারও লঙ্কানদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এর আগে ২০১৪ সালে দারুণ পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেয়েছিলেন ম্যাথুস। জানুয়ারি ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ডানহাতি এ ক্রিকেটার টেস্টে ৭৭.৩৩ গড়ে ১১৬০ রান এবং ওয়ানডেতে ৬২.২০ গড়ে ১২৪৪ রানের পাশাপাশি ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৫ সালেও সব ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন লঙ্কান এই অধিনায়ক। তাই সেই ধারাবাহিতা বজায় রাখায় এবারও বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। বর্ষসেরা খেলোয়াড় ছাড়া শ্রীলঙ্কার সেরা টেস্ট বোলারের পুরস্কার পান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তবে সেরা ওয়ানডে বোলার ডানহাতি স্পিনার অজান্তা মেন্ডিস। সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ও বোলারের পুরস্কার পেয়েছেন যথাক্রমে কুশাল পেরেরা ও নুয়ান কুলাসেকেরা। সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন কুশল পেরেরা। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় বলা দলটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা পিপলস চয়েজের অ্যাওয়ার্ড জিতেছেন।