Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটে কোন রঙের বল 74ক্রিকেটারদের পক্ষে উপোযোগী হবে, তা নিয়েই চলছে জোর গবেষণা। তাই এরই ধারাবাহিকতায় এবার গোলাপি বলের পর ক্রিকেট দুনিয়ায় আসছে হলুদ বল। আইসিসি মুখপত্র ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘আমরা এর আগে ফ্লাড লাইটে টেস্ট খেলার কথা বলেছিলাম। ২০১৩-তে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচে মন্দ আলোর জন্য খেলা বন্ধ হলে ফ্লাড লাইটে খেলার কথা বলা হয়েছিল। কিন্তু কেউ রাজি হয়নি। পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচেও তাই। ফলে গোলাপি বলের কোনও পরীক্ষা হয়নি। তাই আমরা আরও কিছু চিন্তাভাবনা করে রাখছি ভবিষ্যতের জন্য।’ প্রসঙ্গত, আগামী নভেম্বরে অ্যাডিলেডে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে গোলাপি বল ব্যবহার করার কথা। কিন্তু শেফিল্ড শিল্ডে গোলাপি বলে খেলতে ক্রিকেটারদের কিছু সমস্যা দেখা গিয়েছে। সে কারণেই নতুন চিন্তাভাবনা শুরু।