Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : বিয়ে নিয়ে কিছু ভাবিনি। এ মুহুর্তে আসলে ভাবনায় 77নেইও। আর আমি মূলত কিছু ভাল কাজ করতে চাই। আরও কিছু ছবিতে অভিনয় করতে চাই। আসলে বিয়ে করলেই তো একটা বড় দায়িত্ব মাথায় চলে আসে। তখন দেখা যায়, ছবির কাজে মন বসানোটা কঠিন হয়ে পড়ে। আর তাই ক্যারিয়ারের স্বার্থে আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাই। আরেকটা ব্যাপার মনের মতো কাউকে পেতেও তো হবে। সেভাবে আসলে কখনো মনে করিনি। তবে এটা ঠিক, আমি যে মানুষটাকে স্বপ্ন দেখি তাকে এখনও খুঁজে পাইনি। এমন কাউকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই যাকে নিয়ে বাকি জীবনটা যেন ভালভাবে কাটাতে পারি। অনেকে বিয়ে একটার পর একটা করতে থাকেন। এটা আমি একজন মুসলিম নারী হিসেবে মেনে নিতে পারি না। ঠিক মেনে নেয়া না। বিয়ে তো একবারই করবো। তাই ঠিক করেছি যাকে করবো সে যেন খুব ভাল মানুষ হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। এমন ভাবে সম্প্রতি এক মিডয়াকে দেওয়া সাক্ষাতকারে কথা বলছিলেন বড় পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। দেশের চলচ্চিত্র অঙ্গনে গত দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী। পপি আরো বলেন, আমি আসলে ঘোষণা দিয়ে কখনো বিরতি নিইনি। কিন্তু ইদানীং পত্রিকাগুলোতে চোখ দিলেই দেখা যায় আমার বিরতির খবর। একটা ব্যাপার বুঝি না আমি, ঘোষণা আগেই কেন ‘বিরতি’ শব্দটা উল্লেখ করা হবে। এটা একজন শিল্পীর জন্য অসন্মানজনক। বাইরের দেশের চলচ্চিত্রের দিকে লক্ষ্য করলে দেখবেন, শীর্ষস্থানীয় শিল্পীরা দুইবছর কিংবা চারবছর পর পর ছবিতে কাজ করছেন। আমির খানের কথাই ধরুন। বছরে কিংবা দুই বছরে একটি ছবি তার মুক্তি পাচ্ছে। তার মানে কি তিনি বলিউডকে বিদায় জানিয়েছেন? আমি কখনোই বলিনি ফিল্ম ছেড়ে দিচ্ছি। কিংবা বিরতিতে যাচ্ছি। তাহলে নিউজ লেখার সময় এ ধরনের শব্দ ব্যবহার কেন করা হবে? আর নিয়মিত বা অনিয়মিত বলে কথা নয়। একটা সময় দেশে বছরজুড়ে ছবি মুক্তি পেতো এক থেকে দেড়শ’। সেটা এখন কমে এসেছে। বছরে ১৫-১৬টা ছবি মুক্তি পাচ্ছে। অনেক ছবি নির্মাণ হচ্ছে। কিন্তু হলে মুক্তি পাচ্ছে খুব কম। অনেক সময় কিছু মুক্তি পাচ্ছেও না। আর আমরা যারা প্রোপার আর্টিস্ট, বিগত দিনে কাজ করে এসেছি তাদের নতুন করে প্রমাণ করার কিছু নেই। আজ আমার যে অবস্থান, তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। যতটুকু সুনাম কুড়িয়েছি সেটা আমার ভাল কাজের জন্য। এই সুনাম কিংবা খ্যাতি যা-ই বলুন, আমার ধরে রাখা দায়িত্ব। তাই ভাল গল্প, নির্মাতা ছাড়া ছবি করে নিজের ক্যারিয়ারে ক্ষতি করার কোন কারণ থাকতে পারে না। উল্লেখ্য, এ মুহুর্তে ‘সোনাবন্ধু’ ছবিটির কাজ চলছে। জাহাঙ্গীর আলম সুমন এটি পরিচালনা করছেন। ছবিটিতে পপির বিপরীতে রয়েছেন ডিএ তায়েব। অনেক দারুণ একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।