Wed. Sep 17th, 2025
Advertisements

15খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : আজ থেকে ১৫ হাজার বছর আগে ইউরোপ, সাইবেরিয়া কিংবা দক্ষিণ চীনে কুকুরের আদি বাসস্থান তথা জন্ম বলে ধারণা করছেন গবেষকরা। এক্ষেত্রে মধ্য এশিয়াই কাছাকাছি রয়েছে বলে গবেষণায় দেখা গেছে।
আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লরা এম শ্যানন ও আর বয়কো এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি বিষয়টি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা করেছেন। শ্যানন তিন ধরনের ডিএনএ নিয়ে গবেষণা করেছেন। গবেষণার অংশ হিসেবে বিশ্বের ৩৮টি দেশের কুকুরের নমুনা সংগ্রহ করা হয়েছে। কুকুর নিয়ে এত বিস্তৃত পরিসরে এই প্রথম গবেষণা এটি।
বয়কো জানান, বিশ্লেষকরা কুকুরের উৎপত্তি হিসেবে নেপাল ও মঙ্গোলিয়াসহ মধ্য এশিয়ার দিকে বেশি ইঙ্গিত করেছেন। গবেষণায় কুকুরের উৎপত্তির নির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি। তবে কমপক্ষে ১৫ হাজার বছর আগে এর উৎপত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে লার্সন, যিনি এই গবেষণায় ছিলেন না, নামের এক বিজ্ঞানী বলেছেন, মধ্য এশিয়ায় কুকুরের উৎপত্তির যে কথা বলা হচ্ছে তা নিয়ে আরও গবেষণা দরকার। আধুনিক ও প্রাচীন কুকুরের ডিএনএ নিয়ে সমন্বিত গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি।