খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রর বাড়ি থেকে চুরি গেছে লাখ টাকার গয়না। ঘটনায় অভিযোগ উঠেছে বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
কোয়েনার অভিযোগ, দীর্ঘ নয় বছর ধরে ওই পরিচারিকা কোয়েনার মুম্বাইয়ের ওসিওয়ারা অ্যাপার্টমেন্টে কাজ করত। বাড়ির সব বিষয়ই সে জানত। গত কয়েক মাস ধরে মেয়ের পড়াশোনার খরচের জন্য কোয়েনার থেকে টাকা চায় অভিযুক্ত। তা দিতে না চাওয়াতেই এই চুরি বলে দাবি কোয়েনার।
ডুপ্লিকেট চাবি দিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার গয়না পরিচারিকা চুরি করেছে বলে অভিযোগ করেছেন কোয়েনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।