খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : অবন্তি বিশ্বাস অপু বাংলাদেশের চলচ্চিত্রে অপু বিশ্বাস নামেই পরিচিত। দেশের বহুল জনপ্রিয় একজন নায়িকা এই অভিনেত্রী। অষ্টমীর কুমারী পূজায় অংশ নিতে বাগেরহাটে অপু বিশ্বাস। বাগেরহাটের শিকদার বাড়ির পূজা খুব পুরনো। অনেক থেকেই এই পূজার নাম ডাকও রয়েছে। সেখান থেকেই আমন্ত্রণ পেয়েছেন কুমারী পূজা উপভোগ করার জন্য। এ বিষয়ে অপু জানান, শুটিংয়ের শিডিউলের কারণে বাইরে যাওয়ার কোন সুযোগ হয়ে উঠেনা। বুধবার খুব সকালে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে কুমারী পূজা উপভোগ করবো। আশাকরি আজ দুপুরের মধ্যেই আবার ফির আসবো।