খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : জিটিভিতে প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে সত্য ঘটনার ছাঁয়া অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ক্রাইম ফিকশন। অনুসন্ধানী এই নাটকটি নির্মিত হয়েছে গাজী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায়। আর এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন চ্যানেলের প্রযোজক লিছানুল হক খান তারেক। এ নাটকের শিল্পী ও কলা-কুশলীরা প্রত্যেকেই দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ মঞ্চ নাট্যকর্মী এবং যাদের মধ্যে অনেকেই টেলিভিশন পর্দায় প্রথমবারের মত অভিনয় করছে। এ নাটকের মূল বৈশিষ্ট হচ্ছে নাটকের প্রতিটি মুহূর্তে রয়েছে নাটকীয়তায় ভরপুর যা দর্শক ধরে রাখতে সক্ষম হবে। বিশেষ এই ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমাদের মঞ্চ নাটকের বিভিন্ন অভিনয় শিল্পীরা। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যেগুলো বিচারাধীন আছে তা থেকেই এক একটি ঘটনার নাট্যরূপ প্রদান করে এক এক পর্বে দেখানো হয় নাটকটিতে।