খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : স্টার ওয়ার্স’ সিরিজের সপ্তম সিনেমা ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ নিয়ে জল্পনা-কল্পনা চলছে বহুদিন ধরেই। ১৮ ডিসেম্বর টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই অনলাইনে টিকিট বিক্রির ওয়েবসাইট ফানডানগো ক্র্যাশ করে। বিক্রির সঠিক অঙ্ক জানাতে না চাইলেও ওয়েবসাইটটি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ও ‘দ্য হাঙ্গার গেইমস’-এর আগাম টিকেট বিক্রির রেকর্ড এরই মধ্যে ভেঙে দিয়েছে সিনেমাটি। টুইটারেও সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে সিনেমাটির ট্রেইলার। আড়াই মিনিটের নতুন এই ট্রেইলার দেখানো হয় ইএসপিএন-এ প্রচারিত জাতীয় ফুটবল লিগ খেলার বিরতিতে। টুইটার বলছে, ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতি মিনিটে গড়ে ১৭,০০০ টুইট হয়েছে এটি নিয়ে। আর ইউটিউবে প্রথম ২০ মিনিটেই দুই লাখের বেশি বার দেখা হয়ে যায় ট্রেইলারটি। গত বছর নভেম্বর এবং এ বছরের এপ্রিলে মুক্তি পাওয়া দুটো ট্রেইলার ‘স্টার ওয়ার্স’ অনুরাগীদের মনে রেখে গিয়েছিল অনেক প্রশ্ন। এবারের ট্রেইলারে রহস্যের জট কিছুটা খোলা হয়েছে। ট্রেইলারটি শুরু হয় কেন্দ্রীয় চরিত্র রেইয়ের একটি অভিযানের দৃশ্য দিয়ে। অভিনেত্রী ডেইজি রিডলির এই চরিত্রটিকে প্রিন্সেস লেইয়া এবং হান সলোর মেয়ে হিসেবে ধরা হচ্ছে। তবে রহস্যের জাল লুক স্কাইওয়াকারকে ঘিরে আছে। আর হান সলোর চরিত্রে হ্যারিসন ফোর্ডের উপস্থিতি মিললো আগের ট্রেইলারগুলোর মতোই, চিউবাকাকেও দেখা গেছে এক ঝলক। সিনেমাটি মুক্তির পর আন্তর্জাতিকভাবে সাড়া ফেলবে বলেই অনুমান করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, সিনেমাটি ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যবসা করবে। ১৯৭৭ সালে প্রথম মুক্তি পায় জর্জ লুকাস পরিচালিত ‘স্টার ওয়ার্স’। ২০০৫ সাল পর্যন্ত এ সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে।