Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: ২০১০ সালে নিজের একক গান ‘মিন’-এ পপ তারকা 39টেইলর সুইফট গেয়েছিলেন ‘সাম ডে আই উইল লিভিং ইন বিগ সিটি’ অর্থাৎ ‘একদিন আমি বড় শহরে বাস করব’। পাঁচ বছর না পেরুতেই নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছেন সুইফট যে, তিনি ইচ্ছে করলে যেখানে খুশি থাকতে পারবেন। কারণ, এ গায়িকার এখন প্রতি দিনের আয় ১.২ মিলিয়ন মার্কিন ডলার। ২৫ বছর বয়সি এ তারকা ২০১৫ সালে মোট আয় করেছেন ৩১৭.৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি এ বছরের সর্বোচ্চ উপার্জনকারী সংগীত শিল্পী তিনি। টেইলর সুইফটের উপার্জনের সব অর্থ এসেছে চলতি বছরে প্রকাশিত তার ১৯৮৯ অ্যালবাম এবং উত্তর আমেরিকা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গায় মোট ৫৯ টি কনসার্ট থেকে। শুধু কনসার্ট থেকেই এ গায়িকা আয় করেছেন ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার। মিডিয়া বিশ্লেষক মাইক রেইয়া বলেন, ‘তিনি (সুইফট) অন্যান্য সবার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। ইন্ডস্ট্রিতে তিনি শুধু একজন দুর্দান্ত এন্টারটেইনারই নন বাণিজ্যিক ভাবেও সংগীত ব্যবসায় তার অবদান খুবই গুরুত্বপূর্ণ।