Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: কেউ কোন কাজ কতক্ষণ করছেন তার হিসাব 40রাখতে বাড়িময় ঘড়ি টাঙিয়ে রাখেন, কেউ আবার সাফল্যের জন্য প্রতি ছবিতেই ব্যবহার করেন নতুন সুগন্ধি। বলিউড তারকাদের অনেকেরই আছে অদ্ভুত নানা অভ্যাস। এমন আট বলিউড় তারকার নানা অভ্যাস সম্পর্কে জানুন- অমিতাভ বচ্চন নিয়ম মেনে চলার অভ্যাস তো অনেকেরই থাকে। কিন্তু অমিতাভ বচ্চনের মতো কি? কোন কাজ কখন আর কতক্ষণ ধরে করেন, সেসবের হিসেবে রাখতে বাড়ির সর্বত্রই ঘড়ি, টাইমার, স্টপওয়াচ টাঙিয়ে রাখেন তিনি। এ অভ্যাসটা নাকি অনেক দিন ধরেই পালন করে যাচ্ছেন ‘বিগ বি’। সব ঘড়ি ঠিকঠাক চলছে কি না ইত্যাদি দেখভাল করার জন্য নাকি একজন লোকও রাখা আছে! প্রিয়াঙ্কা চোপড়া বাতিক নাকি ওসিডি (অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার) কে জানে! অমিতাভের মতো প্রিয়াঙ্কা চোপড়াও একটু বেশি খুঁতখুঁতে। তবে সময় নিয়ে নয় তাঁর বাতিক পরিচ্ছন্নতায়। প্রিয়াঙ্কার বাড়িতে সব কিছু যেন সাজানো-গোছানো থাকে সেটা তিনি নিজেই দেখভাল করেন। তাঁকে বিরক্ত করতে আগে চাচাতো ভাইবোনেরা নাকি প্রায়ই ঘরের সব জিনিস এলোমেলো করে রাখত। কিন্তু প্রিয়াঙ্কার যা ধৈর্য, ঠিক আবার গোছাতে বসে যেতেন তিনি। তাঁর এই পরিচ্ছন্নতা বাতিক নিয়ে মাঝেমধ্যেই ঝামেলায় পড়েন পরিচালকরা। কারণ বস্তি থেকে শুরু করে রাস্তা-সর্বত্রই শুটিং করতে হয়। এত কিছু কি আর গুছিয়ে রাখা সম্ভব! তাঁর এ স্বভাব মাঝেমধ্যেই বাড়াবাড়ি হয়ে যায় তা মেনে নিয়ে প্রিয়াঙ্কা বলছেন, গোছানো থাকলে ঠিক সময়ে ঠিক জিনিসটা খুঁজে পাওয়া যায়। এটা একটা অনেক বড় সুবিধা। অজয় দেবগন অন্যের ঘাম তাঁর হাতে লেগে যায় এই ভয়ে কারো সঙ্গে হাত মেলান না অজয় দেবগন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এটা করে আসছেন। তাঁর কাছের মানুষ না হয় এটা জানেন, কিন্তু ব্যবসায় নামার পর প্রতিদিন প্রচুর অচেনা মানুষের সঙ্গেও দেখা হয়। তখন তিনি কী করেন কে জানে! অজয়ের আরো এক অভ্যাস হলো, সব ধরনের খাবারে কাঁটাচামচ-ছুরি ব্যবহার, সেটা রুটি-ডাল হলেও! রণবীর কাপুর ‘বরফি’ অভিনেতাকে চুপ করানোর সবচেয়ে ভালো উপায় হলো তাঁর সামনে ডাক বিভাগের গাড়ি নিয়ে আসা। কারণ ছোটবেলা থেকেই ডাক বিভাগের গাড়ি দেখা মাত্রই চুপ মেরে যান রণবীর কাপুর। তারপর যতক্ষণ না তিনটে কালো গাড়ি দেখছেন ততক্ষণ স্পিকটি নট। এর কারণ কী, কবে থেকে আর কেনই বা তিনি এ অদ্ভুত সংস্কার পালন করে আসছেন তা রণবীরকে জিজ্ঞেস করেও জানা যায়নি। রণবীর সিং শুটিং সেটে ঢোকার আগে তিনি ফ্লোরকে নমস্কার করে নেন। সে তো অনেক অভিনেতাই করেন। কিন্তু এরপর যা করেন, সেটা শুনে অবাক হতে হয়। প্রতি ছবিতে নতুন নতুন চরিত্র করার আগে নতুন সুগন্ধি ব্যবহার করেন রণবীর সিং। এর পেছনে বিশ্বাসটাও অদ্ভুত-সুগন্ধির নির্যাস তাঁর চরিত্রে ঢুকে সাফল্য এনে দেবে। এখন পর্যন্ত তাঁর হিট ছবিগুলোর আগে তিনি কী কী সুগন্ধি ব্যবহার করেছিলেন জানতে পারলে ভালোই হতো। বিদ্যা বালান মাঝেমধ্যেই একা থাকার অদ্ভুত এক অভ্যাস আছে বিদ্যা বালানের। এ সময়টা দু-তিন দিন বা কখনো এক সপ্তাহেও গড়ায়। এ সময়ে বাড়ির বাইরের কারো তো দূরের কথা ঘরের মানুষদের সঙ্গে কথা বলেন না ‘কাহানি’ অভিনেত্রী। এ সময় ফোন ধরেন না তিনি। এ জন্য বেশ কয়েকটি ছবি হাতছাড়াও হয়েছে তাঁর। কারণ ফেসবুকে তিনি নেই, টুইটারে সদ্যই যোগ দিয়েছেন। ঘনিষ্ঠ বন্ধুরা বিদ্যাকে অন্তত ফোন ধরার অনুরোধ করলেও এ অভ্যাস পাল্টাননি তিনি। আয়ুষ্মান খুরানা অনেকটা প্রিয়াঙ্কার মতোই খুঁতখুঁতে আয়ুষ্মান খুরানা। তবে দাঁতের ব্যাপারে। দাঁত পরিষ্কার রাখতে তিনি দিনে অন্তত চারবার ব্রাশ করেন। এমনি শুটিংয়েও বেশ কয়েকটি ব্রাশ সঙ্গে রাখেন। এ ছাড়া ‘ভিকি ডোনার’ অভিনেতার আছে হাত পরিষ্কার রাখার বাতিক। দিনের মধ্যে যে কতবার তিনি হাত ধোন নিজেও জানেন না। এ জন্য সব সময় তিনি স্যানিটাইজারও সঙ্গে রাখেন। স্ক্রিপ্ট পড়া থেকে গিটার বাজানো বা লেখালেখি যাই করেন, তারপর স্যানিটাইজার দিয়ে হাত ধোয়াটা মাস্ট। কারিনা কাপুর বারবার নিজেকে আয়নায় দেখে খুব করে হাসতে থাকেন কারিনা কাপুর। প্রতিদিন বেশ কয়েকবার, অনেকক্ষণ ধরেই আয়নার সামনে হাসির এই অনুশীলন করে থাকেন নবাবপতœী। বাইরে কোথাও যাওয়ার থাকলে তো কথাই নেই, তার আগে কম করে আধঘণ্টা এ কাণ্ডটি তিনি করবেনই করবেন। সবার সামনে কিভাবে হাসলে তাঁকে সুন্দর দেখাবে সেটা রপ্ত করতেই এ চেষ্টা। ব্যাপারটা কিন্তু আজকের নয়, সেই ছোটবেলা থেকেই ‘আয়নায় হাসি’ অনুশীলন করে যাচ্ছেন কারিনা।