Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: * যখন বাহুবলির জন্ম হয়, তখন সেনাপতি 41খাট্টাপ্পার বয়স ত্রিশের কাছাকাছি। বাহুবলির তরুণ বয়সে সেনাপতির ৫০ হওয়ার কথা। আর পরে শিবা যখন তরুণ তখন খাট্টাপ্পার বয়স সত্তরের বেশি হওয়ার কথা। অথচ পুরো ছবিতেই খাট্টাপ্পার বয়স একই দেখানো হয়। * শিবা যখন জলপ্রপাত ধরে উঠতে থাকে, তখন সে খালি পায়ে ছিল। অথচ শীর্ষে পৌঁছে অবন্তিকাকে দেখার পর যখন তাঁকে অনুসরণ করে, শিবার পায়ে তখন জুতা। * ছবির বেশ কয়েকটি দৃশ্যে অবন্তিকার হাতে থাকা ব্রেসলেট ডান থেকে বাম হাতে চলে যেতে দেখা যায়। * যুদ্ধের দৃশ্যের সময় দেখা যায় শিবাগামি, বিজালাসহ অন্যরা বসে বসে যুদ্ধ দেখছেন। আর নিজেদের পক্ষের জয়ের সম্ভাবনায় উল্লাস করছেন, যা কার্যত অসম্ভব, কারণ যুদ্ধক্ষেত্র ছিল ১০ একর দূরে। এতদূর থেকে তাঁরা যুদ্ধই বা দেখলেন কিভাবে, আর জয়-পরাজয় আঁচ করবেন কিভাবে? * শুরুর দিকে শিবাগামি যখন নবজাতক বাহুবলিকে নিয়ে আসছিলেন, তখন তিনি মৃতপ্রায়। এ অবস্থায় জলপ্রপাতের নিচে প্রচণ্ড স্রোতের মধ্যে সদ্যভূমিষ্ঠ শিশু অক্ষত থাকা অসম্ভব।