Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: অভিনেতা অজয় দেবগনের মেয়ে নায়শার বয়স 68মাত্র ১২ বছর। কিন্তু অজয়ের অভিমত, তার মেয়েই তার ছবির সমালোচক। একটি অনুষ্ঠানে অজয় বলেছেন, আমরা বাসায় কাজ নিয়ে কোনো কথা বলি না। কাজ নিয়ে কথা বলা এটি খুব কমই হয়। কাজল আমার কাজ নিয়ে কখনোই কিছু বলে না। কিন্তু আমার মেয়ে বলে। সে আমার কাজের একজন বড় সমালোচক। সন্তানদের সাথে সময় কাটানোর জন্য কাজ কমিয়ে ফেলেন ৪৬ বছর বয়সী ‘সিংহাম’। তিনি বলেন, আমি বছরে একটি ছবি করি। রবিবার আমি কোনো কাজ করি না। আর দিনে আট ঘণ্টার বেশি শুটিংয়ে থাকি না। কাজল ও আমার কাছে আমাদের সন্তানই মুখ্য। আমারদের দুর্বলতার জায়গাও তারা। অজয় বর্তমানে ‘শিবা’ ছবির কাজের প্রস্তুতি নিচ্ছেন। ছবিটিতে দিলীপ কুমার ও সায়রা বানুর নাতনি সায়শা সায়গল অভিনয় করবেন।