Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: বাংলাদেশে যেন গুম, খুন ও অন্যায়-অনাচারের 71‘অসুরের’ পতন হয়-সে প্রার্থনা করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা পরিদর্শনে গিয়ে নজরুল ইসলাম খান এ আহ্বান জানান। নজরুল ইসলাম খান বলেন, শ্রী দুর্গা দুর্গতি নাশিনী। তিনি এসেছেন, তাঁর একপাশে বিদ্যা দবী সরস্বতী, আরেক পাশে লক্ষ্মী। আপনারা দেবী দুর্গার কাছে আবেদন করুন, বাংলাদেশে যেন ‘অসূর’ না থাকে। দেশকে খুন, গুম, রাহজানি, অন্যায়-অবিচারে যে ‘অসুর’ অতিষ্ঠ করে তুলেছে, সে ‘অসুরের’ যেন পতন হয়। সে জন্য আবেদন জানাবেন। তিনি বলেন, ‘কোনো ভালো মানুষ সাম্প্রদায়িক হতে পারে না। কোনো ভালো মুসলিম, হিন্দু বা অন্য ধর্মের মানুষ সাম্প্রদায়িক হতে পারে না। যারা সাম্প্রদায়িক, তারা ভালো মানুষ হতে পারে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান। ভবিষ্যতে তা আরো দৃঢ় হবে।’ এ সময় নজরুল ইসলাম খানের পাশে বিএনপির নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু, স্থানীয় ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম, পূজা কমিটির আহ্বায়ক নারায়ণ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।