Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: মিয়ানমারের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির 73সভাপতি হালা মাইনট বাংলাদেশ থেকে দ্রুত রাহিঙ্গা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ’র ১৩৩তম সম্মেলনে যোগদানকালে বুধবার জাতীয় সংসদের ডেপুটিস্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সাথে দ্বিপাক্ষিক আলাপকালে তিনি এই আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপিসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে আজ জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়। দ্বিপাক্ষিক বৈঠককালে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাহারের আহবান জানান। জবাবে হালা মাইনট জানান, তাদের সরকারের সাথে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে বাহরাইনের স্পিকারের সাথে আলাপকালে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে বাহরাইনের শ্রম বাজারে আরো বেশি লোক নিয়োগের আহবান জানান। এছাড়া ভুটানের ডেপুটি স্পিকার চিম দরজির সাথেও বৈঠক করেন ফজলে রাব্বী মিয়া। ২০১৫ সালের ডিসেম্বরেরে মধ্যে ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান-মায়ানমারের ট্রানজিট উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।