খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: জয়ার রুপে জ্বলে পুড়ে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। কারো প্রেমে পড়লে জ্বলতে হবে এটাই তো স্বাভাবিক! শাকিবের বেলাতেও ভিন্ন কিছু ঘটেনি। কিন্তু ঘটনাটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ সিনেমার একটি গানের। তোর হাসি যেন বিশাল ছক্কা শিরোনামের এ গানটি গতকাল (২১ অক্টোবর) বুধবার শাকিব খানের ভেরিফাইট পেইজে প্রকাশ করা হয়। গানের দৃশ্যে দেখা যায়- শাকিব মাঠে ক্রিকেট খেলছে। জয়া দৌড়ে যাচ্ছে মাঠের মধ্য দিয়ে। শাকিব জয়ার পিছু নেয়। তারপর শুরু হয় গান। সবুজ নির্মল এক প্রাকৃতিক পরিবেশের দৃশ্যের দেখা মেলে। গানের কথার সঙ্গে সঙ্গে পাল্টে যেতে থাকে লোকেশন। পুরো গানে শাকিবকে জয়ার পেছনে ছুটতে দেখা যায়। আর জয়া নারীর স্বভাবসূলভ আচরনের মাধ্যমে তার ভিতরে ইচ্ছেকে লুকিয়ে শাকিবের কাছে অধরা-ই থেকে যায়। কবির বকুলের কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। সাফি উদ্দিন সাফি পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি দেয়ার কথা ছিল। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।