Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ 10প্রতিযোগিতা থেকে আসা বিপাশা কবিরকে এবার নায়িকা হিসেবে দেখা যাবে চলচ্চিত্রে। এত দিন আইটেম গার্লের চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম নায়িকা হিসেবে দর্শক তাঁকে দেখবেন বড় পর্দায়। চিত্রনায়ক শাহ রিয়াজের সাথে প্রথম জুটি বেঁধে কাজ করছেন বিপাশা। সায়মন তারিক পরিচালিত ছবিটির নাম ‘গুণ্ডামি’। গত বুধবারই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। বিপাশা বলেন, নায়িকা হওয়ার স্বপ্ন আমার ছিল, নায়িকা হয়েছি। চাই নায়িকা হিসেবে দর্শকদের ভালোবাসা, নির্মাতাদের বিশ্বাস। আমার নিজের বেলায় আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী। আমার মনে হয় এ ক্ষেত্রেও সবার ভালোবাসায় আমি সফল হব। নতুন পথ ধরে আমি অনেক দূর যাব। ছবির পরিচালক বলেন, ‘গতকাল আমরা ছাড়পত্র হাতে পেয়েছি। সেন্সর বোর্ড আমাদের ছবিটির একটি সংলাপ কর্তন সাপেক্ষে ছাড়পত্র প্রদান করে। খুব দ্রুত ছবিটি মুক্তি দেব। কয়েক দিনের মধ্যে মুক্তির তারিখ জানাতে পারব বলে আশা করছি। মুহাম্মদ আলী প্রযোজিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও বিপাশা কবির। ছবিটিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আলেকজান্ডার বো, সাদিয়া, রিমুসহ আরো অনেকে।