খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: বরাবর নতুন কিছু করে ভক্তদের মন কাড়ার চেষ্টা করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আবারও নতুন লুকে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রামে তার একটি সেলফি পোস্ট করেছেন বলিউডের অভিনেতা শত্রুঘœ সিনহার কন্যা। তার নয়া লুকের ছবিটি ভক্তদের মাঝেও তুমুল সাড়া ফেলেছে।
‘দাবাং’খ্যাত এই অভিনেত্রী ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘দীর্ঘদিন পর লম্বা চুল।’ ছবিতেও সেই সত্যতাই মিলেছে; দুই কাঁধ বেয়ে নামানো লম্বা চুল নিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন সোনাক্ষী। অন্তত এই দৃষ্টিনন্দন রূপে তাকে আগে কখনই দেখার সুযোগ হয়নি ভক্তদের!
সম্প্রতি ‘ফোর্স ২’ ছবির শুটিংয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গিয়েছিলেন সোনাক্ষী। তার সঙ্গে ছিলেন জন আব্রাহাম ও তাহির রাজ বেসিনও। সেখানেই কাজের ফাঁকে তোলা সেলফিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।