খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: কলকাতার রবিনসন স্ট্রিটের পূজায় শামিল হয়ে ঋতুপর্ণা মায়ের বিদায় বেলায় একটাই প্রার্থনা করলেন, ‘শক্তি দাও মা’। হাজার কাজের ভিড়েও বিজয়া দশমীতে দুর্গা মাকে সিঁদুর পরাতে ভুল করলেন না তিনি। মণ্ডপে এসে সবার সঙ্গে সিঁদুরের রঙ্গে রঙিন হয়ে বিজয়ার আনন্দে শামিল হলেন টলিউডের এই অন্যতম অভিনেত্রী। টলিপাড়ায় বলা যায়, হিরোহীন হিরোইন হিসেবে নারীশক্তির অন্যতম প্রতিনিধি ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই হিন্দুমতে, নারীশক্তির অন্যতম দেবী দুর্গা মায়ের কাছে তাঁর প্রার্থনা একটাই, ‘শক্তি’। বিজয়াতে মন খারাপের মধ্যেও একদঙ্গল মহিলাদের সঙ্গে মিষ্টিমুখ আর সিঁদুরের রঙে রঙিন হয়ে দুর্গা মায়ের কাছে তিনি আরো প্রার্থনা করলেন, যাতে আগামী দিনে দর্শকদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারেন তিনি।
ঢাকের বাদ্যিতে বাজছে বিদায়ের সেই সুর, ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবেই বিসর্জন’। বিষাদের সুর বাজছে আকাশে বাতাসেও। ঝরা শিউলির গন্ধ যেন জানান দিয়ে দিচ্ছে দুর্গা মায়ের বিদায়ের ক্ষণকে। দশমী মানেই মন খারাপের বেলা। দশমী মানেই বিষাদের এক চিরচেনা আবহ। দশমীর বিদায় বেলায় মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলার ধুম এখন তুঙ্গে। দুর্গা মাকে এক বছরের জন্য বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে মহিলাদের ভিড় রীতিমতো উপচে পড়তে শুরু করে দিয়েছে। থালাভরা মিষ্টি আর সিঁদুরে চলছে দুর্গা মাকে মিষ্টিমুখ করানো, সিঁদুর পরানোর তোড়জোড়। চারদিনের পূজা শেষের এই সিঁদুর খেলায় শামিল হলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ যাবৎ দর্শকদের যে ভালোবাসায় আপ্লুত হয়েছেন, সেই ভালোবাসাটুকু চিরকাল ধরে রাখার শক্তি যেন দেবী দুর্গা তাঁকে দেন সেই প্রার্থনাই করলেন ঋতুপর্ণা। জানালেন, দশমীর মুডটাই একেবারে অন্যরকম। মন খারাপের মাঝেই ফের অপেক্ষার প্রস্তুতি নিতে হয় আগামী একটি বছরের। আর এই এক বছর সবার যাতে ভালো কাটে সেই কামনাও করতে ভুললেন না।