খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের ছবি ‘৭১-এর সংগ্রাম’। এই ছবিতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহী। আজ শুক্রবার তিনি জানিয়েছেন, উৎসবে ছবিটি ‘নেটপ্যাক’ বিভাগের জন্য মনোনীত হয়েছে।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
‘৭১-এর সংগ্রাম’ ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী। রুহীর বিপরীতে অভিনয় করেছেন আমান। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের।