খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : প্যারিসের ব্রিজে নিজেদের প্রেমের সাক্ষ্যব খোদাই করে এসেছিলেন বিরাট-আনুশকা জুটি। কিন্তু কয়েক দিনের ব্যরবধানে এদের গভীর প্রেমের ওপরই উঠল প্রশ্নচিহ্ন!
বেশ কয়েকদিনের বিরোধ এবং এক সঙ্গে না দেখা যাওয়ায় এখন বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে। সম্প্রতি গুজব রটেছে অনুশকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিরাট।
সম্প্রতি ক্যারিয়ারের ক্ষতি হতে পারে ভেবে অনুশকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিরাট। এর ফলে অনেকটাই রেগে গিয়ে হরভজন সিং-গীতা বসরার বিয়েতে বিরাটের সঙ্গে যেতে চাননি আনুশকা।
এক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে কয়েক দিন ধরেই নাকি একাধিক বিষয় নিয়ে বিরোধ চলছিল দুজনের। তাই বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়ায় এখন নানবিদ প্রশ্নের মুখোমুখি এই জুটি।