খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : ভারতীয় বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন এক নারী। পূজা মণ্ডপে হয়রানির শিকার হয়েছেন বলে দাবী করেছেন তিনি। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, ঘটনাটি ঘটে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা দুর্গা পূজা মণ্ডপে। অভিজিৎ এ মণ্ডপের আয়োজকদের একজন। অভিযোগকারী নারী পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গায়ক কৈলাস খেরের গান দেখতে এসেছিলেন। কিন্তু মঞ্চের সামনে ভিড় থাকায় তিনি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। আর তখনই তিনি অনুভব করেন, পাশে দাড়িয়ে থাকা অভিজিৎ তাকে অযাচিতভাবে স্পর্শ করছেন। হয়রানির শিকার হওয়ার পরপরই প্রতিবাদ করেন সেই নারী। তিনি আয়োজকদের কাছে নালিশ করতে চেয়েছিলেন বলেও জানান। কিন্তু তার দাবী, অভিজিৎ তাকে মুখ বন্ধ রাখতে হুমকি দেন। এই ঘটনার পর যৌন হয়রানির অভিযোগে স্থানীয় থানায় মামলা করা হয়েছে এই প্লেব্যাক শিল্পীর বিরুদ্ধে। নিজের বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে আসেন বাঙালি এই গায়ক। সালমান খানের গাড়ি চাপা মামলার রায় হবার পর তিনি রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল মানুষদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন।