Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : ঢাকায় চলচ্চিত্রের অবস্থা মাঝে মাঝে ভালো হলেও তা টিকে 43থাকে খুব কম সময়। এদেশের চলচ্চিত্রে এক সময় ঘোর অন্ধকার নেমে এলেও তা অনেকটা কেটে উঠেছে। যদিও বর্তমান সময়ে বিদেশী তথা ভারতের সাংস্কৃতিক আগ্রাসনে আবারও অনেকটা সেদিকেই এগোচ্ছে ঢাকায় চলচ্চিত্র। এরপরও কিছু পরিচালকের সৃষ্টিশীল ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রসংশিত হয়েছে ঢাকাই চলচ্চিত্র। বর্তমান সময়ের ঢাকাই চলচ্চিত্রের কাহিনী বেশির ভাগ সময়ই ভারতীয় চলচ্চিত্র থেকে নকল করা হয়— এমন অভিযোগ শুধু নয়, প্রমাণও পাওয়া যায়। অবশ্য কলকাতার চলচ্চিত্রও নকলের অভিযোগের বাইরে নয়। তারাও কিছুদিন আগেও তামিল ছবি থেকে কাহিনী নকল করে নির্মাণ করত বাংলা ছবি। কিন্তু সেখানকার দৃশ্যপট পাল্টাচ্ছে। বাংলাদেশেও মৌলিক কাহিনীনির্ভর ছবি হচ্ছে, তবে সেটার সংখ্যা অনেক কম। বেশির ভাগ ছবিই এই নকলের অভিযোগে অভিযুক্ত। আধুনিক যুগে ভারতীয় টেলিভিশন বা ইন্টারনেটে মানুষ চলচ্চিত্র মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই দেখে ফেলতে পারে। এই যুগে তাই নকল করা ছবি তেমন একটা দেখতে চান না দর্শক। এ কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাবিক খানের চলচ্চিত্র দেখতেও প্রেক্ষাগৃহে তেমন ভিড় করছেন না দর্শক। ঢাকার মালিবাগে অবস্থিত পদ্মা সিনেমা হলে ঈদের পর আর কোনো নতুন ছবি চালানো হচ্ছে না। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন ‘সব ছবির গল্প এক। এখানে নতুন আর পুরাতন বলে কিছু নেই। প্রথমে তামিল একটা ছবি নকল করে কলকাতায় ছবি বানানো হয়। আর আমরা সেই ছবি দেখে আমাদের জন্য একটা ছবি বানাই। বাংলাদেশে যখন ছবিটি মুক্তি পায় তখন তামিল ও কলকাতার বাংলা ভাষাসহ দুইবার দর্শক ছবিটি দেখেছে, তৃতীয়বার কেন আমাদের হলে আসবে একই ছবি দেখতে?’ দর্শক না এলে সিনেমা হল কীভাবে চলছে? এ প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘চলছে না তো। আমরা এই পদ্মা সিনেমা হল ভেঙে ফেলব। এভাবে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। একমাত্র নায়ক শাকিব খান, যার নামে দর্শক আসত, কিন্তু এখন আর তার নামেও আগের মতো দর্শক আসে না। কারণ তো আগেই বলেছি, কলকাতা আর তামিল ছবির অ্যারেজমেন্টের পর বাংলাদেশের কোনো অ্যারেজমেন্টের ছবি দেখে দর্শক বিরক্ত হয়। আমি একটা জিনিস বুঝি না, নকল গল্পের ছবিতে অভিনয় করার দরকার কি শাকিব খানের? কারণ তাকে নিয়ে ছবি বানাতে চায় সব পরিচালক, তিনি বললেই হয়, মৌলিক গল্পের ছবি ছাড়া অভিনয় করব না। আসলে এমন সিদ্ধান্ত না নিলে শাকিব তার দর্শক ধরে রাখতে পারবেন না